নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?

কোনো ভেক্টরের নির্দেশক রেখাটির আদিবিন্দু ও শেষবিন্দু ও শেষবিন্দু যদি মিশে যায় তবে রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয়। এ ধরনের ভেক্টরকে শূন্য বা নাল ভেক্টর বলে। সুতরাং এটি এমন একটি ভেক্টর যার মান শূন্য অর্থাৎ (০) এর কোনো নির্দিষ্ট দিক থাকে না অর্থাৎ নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই।

একে সাধারণত ০ দ্বারা প্রকাশ করা হয়।