নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা কর।

নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কারণ প্রাকৃতিক সেলুলোজ নয় এমন পদার্থ যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পলিমারকরণ দ্বারা রসায়নবিদগণ গবেষণাগারে নাইলন তৈরি করা হয় এবং এর মধ্যে তন্তুর গুণাগুণ বিদ্যমান। নাইলন প্রথম উদ্ভাবিত সিনথেটিক তন্তু। এটি হালকা ও শক্ত।কার্পেট, দড়ি, টায়ার ইত্যাদি তৈরিতে নাইলন ব্যবহৃত হয়।