নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি কেন?

N(7) = 1s22s22px12py12pz1

O(8) = 1s22s22px22py12pz1

নাইট্রোজেন পরমাণুর বহিঃস্তরে তিনটি অরবিটালে তিনটি ইলেকট্রন সুষমভাবে বিন্যস্ত। এই তিন অরবিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব যেমন সমান তেমনি ইলেকট্রনের ঘূর্ণনের দিকও একই। ফলে এর কাঠামো সুস্থিত কিন্তু অক্সিজেনের তা নয়। 

তাই নাইট্রোজেনের পরমাণু থেকে ইলেকট্রন সরানো কঠিন। এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি।

Leave a Comment