নষ্ট ভোল্ট কাকে বলে? হারানো ভোল্ট কাকে বলে? Wasted Volts or Lost Volts

কোষের ভিতরে তড়িৎ প্রবাহ(current flow) চালনা করলে তড়িচ্চালক শক্তির (Electromotive Force) কিছু অংশ, কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে হয় তাকে হারানো ভোল্ট (Lost Volts) বা নষ্ট ভোল্ট (Wasted Volts) বলে।

তড়িৎ বর্তনীর (Electric Circuit) মধ্য দিয়ে তড়িৎ(Electricity) প্রবাহিত হওয়ার সময় বাহির বর্তনী ও অন্তরা বর্তনী রোধগুলিকে অতিক্রম করার জন্য প্রতিটি তড়িতাধানকে কিছু পরিমাণ কার্য করতে হয়। অন্তর বর্তনীতে তড়িৎ শক্তির অপচয়কে নষ্ট ভোল্ট (Wasted Volts) বলে।
সংক্ষেপে –

অভ্যন্তরীণ রোধ (Inter Resistance) এর কারণে তড়িৎ প্রবাহ (Electric Flow) চলার সময় যে পরিমাণ শক্তি কোষের মধ্যে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাকে হারানো ভোল্ট (Lost Volts) বা নষ্ট ভোল্ট (Wasted Volts) বলে।

নষ্ট ভোল্ট কাকে বলে