নমনীয় বস্তু কাকে বলে?

যে সব বস্তুতে প্রযুক্ত বল অপসারণ করলে এরা বিকৃত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসে না তাদের নমনীয় বস্তু (Plastic Body) বলে। বস্তুর এ ধর্মকে নমনীয়তা বলে।
বাস্তবে সম্পূর্ণ নমনীয় বস্তু পাওয়া যায় না। আটার দলা, মাটির দলা ইত্যাদিকে নমনীয় বা প্লাস্টিক বস্তু হিসেবে ধরা হয়।