নদী শাসন কাকে বলে?

নদী শাসন কাকে বলে? বা নদী শাসন কি?

  • নদী দুপারেই ভুমি ক্ষয় করে পার ভাঙ্গে এবং বাড়ী-ঘর ধ্বংস করে। ঐ ক্ষয় রোধ করার
    জন্য নদীপৃষ্ঠ থেকে পাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে বা কংক্রিটের তৈরী
    বিশালাকারের নানারূপের ব্লক দিয়ে জলের স্রোত এবং পারের মাঝে বাঁধের মত বানিয়ে
    পারের ক্ষয় রোধ করা এক ধরনের নদী শাসন
  • নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীপৃষ্ঠ থেকে পাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে বা
    কংক্রিটের তৈরী বিশালাকারের নানারূপের ব্লক দিয়ে জলের স্রোতের গতিপথ পরিবর্তনের
    মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা হয় এবং পাড়ের মাঝে বাঁধের মত বানিয়ে পাড়ের ক্ষয় রোধ
    করার প্রক্রিয়াই নদী শাসন

আরো পড়ুনঃ