ধ্রুবক ও চলক এর মধ্যে পার্থক্য

ধ্রুবক ও চলক এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নংধ্রুবকচলক
 ১C ভাষায় এমন কিছু মান আছে যা কোনো সময় পরিবর্তিত হয় না। অপরিবর্তিত মানগুলো হলো ধ্রুবক।মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ঐ নামের অধীনে ডেটা রাখা হয়। ঐ নামই চলক।
 ২এতে কমা ব্যবহার করা যায় না তবে প্রয়োজনে দশমিক ব্যবহার করা যায়।এর মান নির্ধারণ করার সময় সংখ্যার মধ্যে কমা ব্যবহার করা যাবে।
 ৩প্রোগ্রামে কম ব্যবহার করা হয়।প্রোগ্রামে চলক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
 ৪উদাহরণঃ int i = 5উদাহরণঃ int i