ধান চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

১) কংকর ও বেলে মাটি ছাড়া সব মাটিই ধান চাষের উপযোগী। এঁটেল ও এঁটেল দোঁআশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ-নদীর অববাহিকা ও হাওর-বাঁওড় এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়।

২) প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। যেমন, নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়।

৩) মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল।

৪) মাটিতে অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল।

৫) মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফর ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয়তা সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়।

Leave a Comment