ধাতব বন্ধন কি বা ধাতব বন্ধন কাকে বলে?

ধাতব খণ্ডে পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে।
ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণবল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। ধাতুর পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনগুলো ধাতব খণ্ডের পরমাণুসমূহের মাঝে সঞ্চারণশীল থাকে। মুক্ত ও সঞ্চারণশীল ইলেকট্রনগুলোর আকর্ষণে সকল ধাতব পরমাণু একত্রে আবদ্ধ থাকে।

এটাকেই ধাতব বন্ধন বলে।