দ্রবণ প্রস্তুতিতে আয়তনমাপিক ফ্লাস্ক ব্যবহারের সুুবিধা কী?

আয়তনমাপিক ফ্লাস্ক এর সাহায্যে সহজে প্রমাণ দ্রবণ তৈরি ও সংরক্ষণ করা যায়। এর গলায় দাগ কাটা থাকায় আলাদাভাবে দ্রবণ তৈরির সময় পরিমাপ করতে হয় না। এছাড়া ফ্লাস্কের মুখ গ্লাস বা টেফলনের ছিপি দ্বারা বন্ধ থাকে। যার ফলে দ্রবণ কোনভাবেই পড়ে যাবে না।

Leave a Comment