দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য

দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য হলো-

১। দেহ গঠনে দেহকোষ অংশ গ্রহণ করে।
অপরদিকে, জনন কাজে জনন কোষ অংশ গ্রহণ করে।

২। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়।
অপরদিকে, মিয়োসিস পদ্ধতিতে জননকোষের উৎপত্তি হয়।

৩। দেহকোষের মধ্যে মিলন ঘটে না।
অপরদিকে, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে।