দূষক কাকে বলে?

পরিবেশ দূষণের জন্য যে সমস্ত জিনিস বা পদার্থ দায়ী তাদেরকে দূষক বলা হয়। দূষকসমূহ যে পরিবেশেই থাকুক না কেন, এদেরকে মূলত তিন শ্রেণিতে বিভক্ত করা যায়। যথাঃ 

ক) শক্তি বিষয়ক দূষকসমূহ। যেমনঃ শব্দ, তাপ ও তেজষ্ক্রিয় বিকিরণ।

খ) রাসায়নিক পদার্থসমূহ। যেমনঃ জৈব ও অজৈব, কৃত্রিম বা প্রাকৃতিক রাসায়নিক পদার্থ।

গ) জীবসমূহ। যেমনঃ বিভিন্ন রোগের ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবীসমূহ।