দুটি ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে ফেললে বেগ বৃদ্ধির হার একই হয় কেন?

আমরা জানি, কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে এর বেগ বৃদ্ধির হার হয় 9.8 ms-1. অর্থাৎ প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms-1 করে বৃদ্ধি পেতে থাকে। এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। এজন্য দুটি ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে ছেড়ে দিলে উভয়ের বেগ বৃদ্ধির হার হবে 9.8 ms-1.