দাবানল কাকে বলে?

দাবানল কাকে বলে?

দাবানল হলো বনভূমিতে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন। যা একের পর এক গাছ পুড়ে বনকে
মুহূর্তেই পড়ে ছারখার করতে থাকে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনি
মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের
কারণে কোনো কোনো দেশে বনাঞ্চল অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে দাবানল বলে। এর ফলেও
বৃক্ষসম্পদ নষ্ট হয়। নষ্ট হয় জীববৈচিত্র্য।

আরো পড়ুনঃ