দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত?

 দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত।

৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়। তবে এ বিনিময় চুক্তির মধ্যে দহগ্রাম ছিটমহলটি পড়ে না। কারণ এ সমস্যার সমাধান ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী সমাধান হয়েছে। এ চুক্তি অনুযায়ী আড়াই বর্গমাইল আয়তনের দক্ষিণ বেরুবাড়ীর বিনিময়ে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীদের মূল ভূখণ্ডে নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিন বিঘা করিডোর চিরস্থয়ী ইজারা দেয়ার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার। প্রথমে দিনের নির্দিষ্ট সময়ের জন্য এবং ২০১১ সালের ২৪ ঘণ্টার জন্যই এ করিডোর খুলে দেয়া হয়। ফলে এর বাসিন্দারা বিচ্ছিন্ন এলাকায় থাকলেও তাদের বন্দিজীবন নেই।