দলগত বুদ্ধির অভীক্ষা কাকে বলে?

যে অভীক্ষার সাহায্যে একই সময়ে একাধিক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় তাকে বলা হয় দলগত বুদ্ধি অভীক্ষা। প্রথম মহাযুদ্ধের সময় যখন যুদ্ধের প্রয়োজনে একসঙ্গে অনেক সৈন্য নিয়োগের প্রয়োজন হলো তখন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের মনোবিদগণ এই দলগত বুদ্ধি অভীক্ষা প্রস্তুত করেন। এর উদাহরণ হলো Army alpha test।