তড়িৎ শক্তি কাকে বলে?

তড়িৎ শক্তি কাকে বলে?

কোনো তড়িৎ যন্ত্রের কাজ করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলে।

আমরা জানি, কোনো তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে অন্য
বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য (V) বলে।

অর্থাৎ , কোনো তড়িৎক্ষেত্রে 1C ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে
স্থানান্তর করতে কাজের পরিমাণ = V জুল

সুতরাং উক্ত তড়িৎক্ষেত্রে Q কুলম্ব ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে
স্থানান্তর করতে সর্বাদিক কাজের পরিমাণ তথা ব্যয়িত তড়িৎ শক্তি, W = V.Q জুল।

তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। 

1J = 1V×1C

এক কুলম্ব আধানকে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে তড়িৎক্ষেত্রের এক বিন্দু
থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যে তড়িৎ শক্তি খরচ হয় তাকে এক জুল (1J)
বলে।

আরো পড়ুনঃ