তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন এর উদ্দেশ্য, তড়িৎ লেপনের শর্ত

তড়িৎ লেপন কাকে বলে?

তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সাহায্য নিয়ে কম দামি ধাতু যেমনঃ লোহা বা সংকর ধাতুর (যেমন – পিতল) উপর অপেক্ষাকৃত দামি ধাতু (যেমন – সোনা, রুপা, ক্রোমিয়াম, নিকেল) এর প্রলেপ দেওয়া কে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলে।

তড়িৎ লেপন এর উদ্দেশ্য

তড়িৎ লেপন এর উদ্দেশ্য গুলি হল –

১) সৌন্দর্য বৃদ্ধি

২) জলবায়ু ও বিভিন্ন গ্যাস জনিত ক্ষয় থাকে তাদেরকে রক্ষা করা।

তড়িৎ লেপনের শর্ত

১) যে জিনিসের উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে।

২) যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে।

৩) অ্যানোড হিসেবে ব্যবহৃত ধাতু জলে দ্রাব্য লবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে।

৪) বেশি সময় ধরে কম প্রবাহমাত্রার তড়িৎ ব্যবহার করতে হবে।

৫) সরবরাহকারী তড়িৎ উৎস ডি.সি হওয়া উচিত।