তড়িৎ ধারক কি? তড়িৎ ধারক কাকে বলে?

তড়িৎ ধারক কাকে বলে?

দুটি পরিবাহী কাছাকাছি স্থাপন করে এদের মধ্যে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে
শক্তি সঞ্চালনের যান্ত্রিক কৌশলই তড়িৎ ধারক।

তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে ধারকত্ব বলা হয়। ধারকত্ব বজায় রাখার
জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলই ধারক।

কোনো উৎস থেকে যেমন – তড়িৎ কোষ থেকে ধারক শক্তি সঞ্চয় করে তা পুনরায় ব্যবহার করা
হয়।

যেকোনো আকৃতির দুইটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে কোনো অন্তরক পদার্থ যেমন- বায়ু,
কাচ, প্লাস্টিক ইত্যাদি স্থাপন করে ধারক তৈরি করা হয়।

সুতরাং কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে
তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে।

একটি সরল ধারক তৈরি করা হয় দুইটি অন্তরিত ধাতবপাতকে পরস্পর সমান্তরালভাবে রেখে।
যখন একটি ব্যাটারিকে এর দুইটি পাতের সাথে সংযুক্ত করা হয়, তখন ব্যাটারির অন্য পাত
থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দণ্ডে প্রবাহিত হয়, ফলে ঐ পাত ধনাত্মকভাবে আহিত
হয়। পাতগুলোতে কত আধান জমা হবে তা ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করে।

ধারকের ব্যবহার

ধারক রেডিও, টেলিভিশন, রেকর্ড প্লেয়ার এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি
সম্বলিত বর্তনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরো পড়ুনঃ