তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই – কে, কেন এ কথা বলেছে?

কুমু বুনো হাঁসকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত কথাটি বলেছে। শিকারির গুলিতে আহত হয়ে একটি বুনো হাঁস কুমুর জানালার পাশে লেবুর ঝেঁপে এসে লুকায়। ভয় আর ব্যথায় তার সমস্ত শরীর কাঁপতে থাকে। পাখিটাকে দেখে কষ্টে কুমুর গলার ভেতরে টনটন করতে থাকে। পাখিটাকে অভয় দিতে সে পাখিটাকে প্রশ্নোক্ত কথাটি বলে।

Leave a Comment