তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।

নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হলো নির্বাচনের আচরণবিধি তৈরি করা। সুষ্ঠভাবে
নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়। কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা
পরিস্থিতি অবাধ নির্বাচনের পূর্বশর্ত। এই লক্ষে নির্বাচন কমিশন নির্বাচনের সময়
নাগরিকরা কী ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করবে। একেই বলা হয় নির্বাচনী
আচরণবিধি।

নিম্নে আমার এলাকায় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা
হলোঃ

  • মনোনয়ন জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা সমাবেশ করা যাবে না।
  • দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোষ্টার লাগানো যাবে না।
  • কোনো রাস্তা বা সড়কে জনসভা করা যাবে না।
  • রশিতে পোষ্ঠার ঝোলানো যাবে না।
  • প্রচারের জন্য কোনো গেইট তৈরি বা আরোকসজ্জা করা যাবে না।
  • মোটর সাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না।
  • নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না।