তাড়িতচৌম্বক কাকে বলে?

সলিনয়েডের ভেতর কোনো লোহার দণ্ড বা পেরেককে ঢুকিয়ে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে, ফলে সলিনয়েড থেকে বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র পাওয়া যায়। তড়িৎপ্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয়। একে বলা হয় তাড়িতচৌম্বক।