তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বাড়ে কেন?

বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার যথেষ্ট প্রভাব রয়েছে। বিজ্ঞানী আরহেনিয়াসের পরীক্ষা থেকে দেখা যায় যে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। এর কারণ হলো –

১) তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়া অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়।
২) অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়।
৩) অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ন শক্তি লাভ করে থাকে।

Leave a Comment