তরলের চাপ কাকে বলে?

প্রতি একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে।

তরলের এই চাপকে উদস্থৈতিক চাপও বলা হয়। আর কোনো ক্ষেত্রফল এলাকার তরল লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাকে ঘাত বল বলা হয়।

একটি নির্দিষ্ট গভীরতায় সব বিন্দুতে তরলের চাপ সমান হয়। অর্থাৎ অনুভূমিক তলে সর্বত্র তরলের চাপ একই হবে, এবং ওই তরলের চাপ সব দিকে সমান ভাবে কাজ করবে।