ডেড সী কি এবং কোথায় অবস্থিত?

ডেড সী হচ্ছে লোনা জলের এক বিস্ময়কর হ্রদ, যাতে লবণের পরিমাণ শতকরা পঁচিশ ভাগ। এতে আরও আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড ও অন্যান্য রাসায়নিক বস্তু-যা যেকোনো জীবজন্তুর পক্ষে মারাত্মক। এর আকার হচ্ছে ৭৭ কি.মি লম্বা এবং ৫ থেকে ১৮ কি.মি চওড়া। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৪০০ মিটার নিচে।

এর অবস্থান মধ্যপ্রাচ্য, এক দিকে জর্ডান আর অন্যদিকে ইসরাইল এর আশে পাশে কোনো প্রাণী বাস করে না। শুধু তাই নয়, জর্ডান নদীর পানির সঙ্গে যেসব জলচর প্রাণী ভেসে আসে ডেড সীতে পড়া মাত্র সব মরে যায়। এছাড়া এর আপেক্ষিক ঘনত্ব এত বেশি যে হাত পা বেঁধে জলে ফেলে দিলেও ডোবা সম্ভব নয়।