ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর কাজ

DBMS হলো অনেকগুলো ডেটার একটি সুসজ্জিত তালিকা, যেখান তেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো ডেটাকে দ্রুত এবং খুব সহজে শনাক্ত করা যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে-

  • প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরি করা।
  • নতুন ডেটা ও রেকর্ড অন্তর্ভুক্ত করা।
  • ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা।
  • বিভিন্ন ধরনের রিপোর্ট প্রণয়ন করা।
  • অপ্রয়োজনীয় ডেটা ও রেকর্ড মুছে ফেলা।
  • প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডেটাবেজকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে সাজানো।
  • পাসওয়ার্ড ব্যবহার করে ডেটার নিরাপত্তা রক্ষা করা।
  • তথ্যের পুনঃপুন ব্যবহার যথাসম্ভব কমানো।

এছাড়া DBMS তথ্যের নিরাপত্তা রক্ষা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি যাতে তথ্য জানতে বা তা পরিবর্তন করতে না পারে তার ব্যবস্থা করে।