ডুপ্লে কে ছিলেন?

ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা। পশ্চিম উপকূলে ভাস্কো ডা গামা-র পদাপর্ণের প্রায় ১০০ বছর পর পশ্চিমি বণিকদের নজর পড়ে ভারতে। পন্ডিচেরি ছাড়াও চন্দননগর আসে আসে ফরাসি নিয়ন্ত্রণে।

ফরাসি শাসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন যোসেফ ফ্যাসোঁয়া ডুপ্লে। চন্দনগরে তাঁর নামে প্রতিষ্ঠিত হয় একাধিক প্রতিষ্ঠান। মূলসংগ্রহশালা অর্থাৎ ‘ইনস্টিটিউট ডি চাঁদেরনগর’ পরবর্তীকালে চিহ্নিত হয় তাঁর নামে।

যোসেফ ডুপ্লে গভর্নর হিসাবে চন্দননগরে আসেন ৪৫ বছর বয়সে। ১২ বছর ছিলেন এ দেশে। তাঁর কীর্তির স্মরণে প্যারিসে পার্ক, রাস্তা, মেট্রো স্টেশনের নামকরণ হয়েছে। নয়াদিল্লিতেও সংসদ ভবনের অদূরে একটি রাস্তা চিহ্নিত হয়েছে তাঁর নামে।

Leave a Comment