ডাল চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

১) উঁচু ও মাঝারি জমিতে দোঁআশ, বেলে দোঁআশ, এঁটেল দোঁআশ এবং পলি দোঁআশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাই নিষ্কাশনযোগ্য মাটিই ডাল চাষের জন্য উপযোগী।

২) ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়।

৩) শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দোঁআশ থেকে এঁটেল দোঁআশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে।

৪) বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়।

Leave a Comment