টেকসই উন্নয়ন কাকে বলে? টেকসই উন্নয়ন প্রক্রিয়া

টেকসই উন্নয়ন কাকে বলে?

টেকসই উন্নয়ন এমন এক উন্নয়ন ধারা নির্দেশ করে যা জীবের বসবাসকৃত পরিবেশ, বর্তমান ও ভবিষ্যতে ব্যবহারযোগ্য নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ এবং সার্বিক উন্নয়নের জন্য বর্তমান ও ভবিষ্যত চাহিদার মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়নের ধারাকে প্রবাহমান রাখে। 

Sustainable Development এই ইংরেজি শব্দদ্বয়ের কোনো সর্বজন গ্রাহ্য বাংলা পরিভাষা না থাকায় একে স্থায়ী উন্নয়ন, বহতা উন্নয়ন, প্রবাহমান উন্নয়ন, প্রবাহী উন্নয়ন, টেকসই উন্নয়ন প্রভৃতি শব্দসমষ্টির পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।

সম্পদের সদ্ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের কোনো ক্ষতি না করে ভবিষ্যতে সম্পদ প্রাপ্যতা নিশ্চিত সাপেক্ষে যে উন্নয়ন মানব সভ্যতার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে সেই ধরনের উন্নয়নকে টেকসই উন্নয়ন বলে।

টেকসই উন্নয়ন প্রক্রিয়া

সুভাস কে. শিকদার টেকসই উন্নয়নের প্রধান চারটি ধরন চিহ্নিত করেছেন।

টেকসই উন্নয়ন কাকে বলে

টেকসই উন্নয়নের প্রধান চারটি ধরন হলো-

ক) বৈশ্বিক দূষণ সমস্যার সমাধান (Solving Global Problems)

খ) নগর – গ্রামীণ ও প্রতিবেশগত ভৌগলিক সীমানা নির্ধারণ (Geographical Boundaries)

গ) পরিষ্কার পরিচ্ছন্নতা প্রযুক্তি এবং

ঘ) টেকসই প্রযুক্তি নির্ধারণ (Sustainable Technologies) প্রভৃতি।

Leave a Comment