টিমপেনিক পর্দা বা কর্ণপটহ কাকে বলে?

টিমপেনিক পর্দা বা কর্ণপটহ


বহিঃঅডিটরি মিটাসের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবিস্থিত, ডিম্বাকার, স্থিতিস্থাপক পর্দাকে টিমপেনিক পর্দা বলে। এর বাইরের দিক অবতল, ভেতরের দিক উত্তল। এর সাথে মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থি যুক্ত থাকে।

কাজ


বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখে। শব্দতরঙ্গ কেঁপে ওঠে এবং শব্দতরঙ্গকে সমতলে মধ্যকর্ণ পরিবাহিত করে।

আরো পড়ুনঃ