টর্ক কাকে বলে? টর্কের একক কী? টর্কের মাত্রা সমীকরণ | টর্কের তাৎপর্য

টর্ক (Torque) কাকে বলে?

কোন বস্তু কণার উপর প্রযুক্ত বল এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্বের গুণফলকে ঐ অক্ষের সাপেক্ষে টর্ক বলে।

τ = r × F

τ হল টর্ক বা বলের ভ্রামক,

r ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টর,

F বস্তুর উপর ক্রিয়ারত বল,

P বস্তুর কৌণিক ভরবেগ;

× দ্বারা ভেক্টর গুণন বা ক্রস গুণফল প্রকাশ করা হয়েছে,

θ দ্বারা F এবং r এর মধ্যবর্তী কোণ।

আবার,

τ = Iα

রৈখিক গতির ক্ষেত্রে বল প্রয়োগ ব্যতীত বস্তুর ত্বরণ সৃষ্টি হয় না। একইভাবে টর্ক (torque) প্রযুক্ত না হলে কৌণিক ত্বরণ সৃষ্টি হয় না।

গাণিতিকভাবে, টর্ক (torque) হল কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ননশীল বস্তুর উপর ক্রিয়ারত বল এবং অক্ষ থেকে ঐ বস্তুর দুরত্বের ভেক্টর গুনফল।

টর্কের একক কী?

টর্কের এসআই একক হলো Nm।

টর্কের মাত্রা সমীকরণ

টর্কের মাত্রা সমীকরণ হলো = ML2T-2

টর্কের তাৎপর্য

একটি অক্ষের সাপেক্ষে কোনো টর্ক থেকে বোঝা যায় কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুকে কত সহজে ওই অক্ষটির সাপেক্ষে ঘুরানো যাবে। অর্থাৎ টর্ক যত বেশি হবে তত সহজে ওই টর্কের সাহায্যে কৌণিক বেগ পরিবর্তন করা সম্ভব হবে।