টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য আলোচনা কর।

টর্ক ও বলের মধ্যে সাদৃশ্য হলো – কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুকে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামক হলো টর্ক আর যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাই বল। টর্ক ও বল উভয়ই ভেক্টর রাশি।

Leave a Comment