ঝুড়ি নিয়ে লাটু লেবুগাছের ওখানে গিয়েছিল কেন?

আঘাত পাওয়া পাখিটির বাসা বেঁধে দেওয়ার জন্য লাটু ঝুড়ি নিয়ে লেবু গাছের ওখানে গিয়েছিল। লাটু আর কুমু ডানায় গুলি খাওয়া পাখিটার থাকার জন্য চিন্তা করে। পাখিটাকে সুস্থ করার জন্য তারা অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বাসা তৈরি করার সিদ্ধান্ত নেয়। পাখিটাকে রাখার জন্য লাটু লেবুগাছের ডালে বাসা বেঁধে দেয়। যাতে সেটি ভাঙা ডানা নিয়ে মাটিতে পড়ে না যায়, নিজেই পোকামাকড় ধরে খেতে পারে। এ উদ্দেশ্যেই লাটু ঝুড়িটাকে লেবুগাছের ডালে শক্ত করে বেঁধে দেয় এবং আস্তে আস্তে পাখিটাকে তার মাঝে বসিয়ে দেয়।

Leave a Comment