12.1 জীবের বংশগতি
12.2 মানুষের লিঙ্গ নির্ধারণ
12.3 জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি / অস্বাভাবিকতা
12.4 জৈব বিবর্তন তত্ত্ব
প্রশ্ন ব্যাংক
বংশগতিবিদ্যা
- বংশগতি কি?
- বংশগতিবিদ্যা কাকে বলে?
- বংশগতি বস্তুগুলোর নাম লিখ।
ক্রোমোসোম
- বংশগতির প্রধান উপাদান কি?
- ক্রোমোসোম কে আবিষ্কার করেন?
- ক্রোমোসোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন?
- DNA এর পূর্ণরূপ লিখ।
- নিউক্লিওটাইড কি?
- DNA এর গঠন বর্ণনা কর।
- RNA এর গঠন লিখ।
- DNA অণু দ্বি-সূত্রক কাঠামোর বর্ণনা দেন কারা?
- DNA তে নাইট্রোজেন বেসগুলো কয় ধরনের ও কি কি?
জিন
- জিন কি?
- লোকাস কি?
- প্রকট জিন কি?
- প্রচ্ছন্ন জিন কি?
- বংশগতিবিদ্যার জনক কে?
- মেন্ডেলের মটরশুটি গাছের পরীক্ষাটি বর্ণনা কর।
- DNA এর অনুলিপন বলতে কি বুঝ?
- DNA এর অনুলিপনকে অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলা হয় কেন?
ডিএনএ টেস্ট
- ডিএনএ টেস্ট কি?
- মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা কর।
জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যধি/অস্বাভাবিকতা
- কালার ব্লাইন্ড বলতে কি বোঝায়?
- থ্যালাসেমিয়া বলতে কি বুঝায়?
- থ্যালাসেমিয়া রোগ কয় ধরণের ও কি কি?
- থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও চিকিৎসা লিখ।
জৈব বিবর্তন তত্ত্ব
- জৈব বিবর্তন কি?
- চার্লস রবার্ট ডারউইন কে?
- ডারউইন যেসকল স্থান ঘুরে নমুন সংগ্রহ করেন সেগুলোর নাম লিখ।
- ডারউইন এর লেখা বইটির নাম লিখ।
- ডারউইন কোন্ জাহাজের একজন প্রকৃতিবিদ হিসেবে চাকুরী গ্রহণ করেন?
ডারউইন ও ওয়ালেসের বিবর্তনতত্ত্বের বিভিন্ন দিক
- জীবের অত্যধিক প্রজননের প্রবণতার কারণগুলো লিখ।
প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব
- প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব বিশ্লেষণ কর।