জীবাশ্ম জ্বালানিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?

জীবদেহ (উদ্ভিদ ও প্রাণী উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা কয়লা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল পরিণত হয়। শক্তির উৎসকেই জীবাশ্ম জ্বালানি বলা হয়। জীবদেহ থেকে এইসব জ্বালানি উৎপন্ন হয় বলে এদের এরূপ নামকরণ করা হয়েছে।

মানুষের শক্তির চাহিদা বৃদ্ধির ফলে এগুলো খুব দ্রুত ফুরিয়ে আসছে। পৃথিবীর বর্তমান ভৌত অবস্থা যা তাতে করে এ সকল উৎস যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর নতুন করে সৃষ্টি হওয়ার নয় বলে একে অনবায়নযোগ্য শক্তি বলা হয়।