জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?

যে বিমার মাধ্যমে বিমাকারী বিমাগ্রহীতা বা তার নির্বাচিত ব্যক্তিকে নির্দিষ্ট সময় শেষে বা বিমাগ্রহীতার মৃত্যুতে অর্থ দেওয়া হয়, তাই জীবন বিমা।
সম্পত্তি বিমার মতো জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। কারণ, মানুষের জীবন আর্থিকভাবে নিরূপণযোগ্য নয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেয়। এ কারণে জীবন বিমাকে ক্ষতিপূরণের বিমা বলা হয় না।

Leave a Comment