জীবজ দমন কি?

প্রাচীনকাল থেকেই ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রজাতির প্রাণী ব্যবহৃত হয়ে আসছে। এভাবে জীব দ্বারা জীব দমন পদ্ধতিকে জীবজ দমন বলে। 

যেমন – সাপ ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে।