জরুরি অবস্থা চলাকালে মৌলিক অধিকার গুলির অবস্থা কেমন থাকে?

সংবিধানের ৩৫২নং ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি বিশেষ ঘোষণা বলে সাময়িকভাবে মৌলিক অধিকার গুলি স্থগিত রাখতে পারেন। তবে ২১ নং ধারায় বর্ণিত জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার কে কখনোই স্থগিত রাখা যায় না।