চাকরির বিকল্প পেশা হিসেবে আত্মকর্মসংস্থানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা কর।

স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। জনসংখ্যা বাড়ার সাথে সাথে কর্মস্থানের চাহিদা যে হারে বাড়ে সে হারে কর্মসংস্থানের সংখ্যা বাড়ে না। ইচ্ছে করলেই চাকরির ব্যবস্থা করা যায় না। এজন্য কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যায়। এসব কর্মহীন লোক আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায়। কারণ আত্মকর্মসংস্থানমূলক পেশায় আয়ের সম্ভাবনা অধিক, স্বাধীন পেশা, অধিক কর্মসংস্থান তৈরি প্রভৃতি সুবিধা আছে।

তাই চাকরির বিকল্প পেশা হিসেবে তারা আত্মকর্মসংস্থানকে বেছে নেয়।