চলন গতি কাকে বলে? চলন গতির প্রকারভেদ, সরল চলন গতি, বক্র চলন গতি

চলন গতি কাকে বলে?

কোনো বস্তুর গতি যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।

যেমন – ছাদ থেকে একটি ঢিলকে ছেড়ে দিলে সেটি সোজাসুজি নীচের দিকে পড়তে থাকে। এক্ষেত্রে ঢিলটির গতি চলন গতি। এছাড়াও..

ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি, টেবিলের ড্রয়ারের গতি, লেখার সময় হাতের গতি এগুলো সবই চলন গতির উদাহরণ। 

চলন গতির প্রকারভেদ

চলন গতি দুই প্রকার। যথাঃ

১। সরল চলন গতি বা সরল রৈখিক গতি এবং 

২। বক্র চলন গতি বা বক্ররৈখিক গতি।

১। সরল চলন গতি বা সরল রৈখিক গতিঃ যখন কোনো বস্তু সরল পথে এমনভাবে চলতে থাকে যে তার প্রতিটি কণা একই দিকে সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন এই গতিকে সরল চলন গতি বলে। যেমন – পতনশীল বৃষ্টির ফোঁটার গতি ও সোজা লাইনে ট্রেনের গতি ইত্যাদি।

২। বক্র চলন গতি বা বক্ররৈখিক গতিঃ যে চলন গতি বক্রপথে ঘটে তাকে বক্রচলন বা বক্ররৈখিক গতি বলে। যেমন – পৃথিবীর বার্ষিক গতি, উলম্ব নাগরদোলায় ঝুলন্ত চেয়ারগুলির গতি ইত্যাদি।