চলন্ত বাস হতে বাইরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয় কেন?

কোনো বস্তু স্থির না গতিশীল তা বোঝা যায় ঐ বস্তুতে কোনো প্রসঙ্গ বস্তুর অবস্তার সাথে তুলনা করে। বস্তুর স্থিতি ও গতি পর্যবেক্ষকের অবস্থানের ওপর নির্ভরশীল। বস্তুর স্থির বা গতিশীল অবস্থা হলো একটি আপেক্ষিক বিষয় যা পর্যবেক্ষকের অবস্থার ওপর নির্ভর করে। আপেক্ষিক গতি শূন্য না হলে একটিকে অপরটির সাপেক্ষে গতিশীল মনে হয়। যার ফলে চলন্ত বাস হতে বাইরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয়।