চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়?

চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী? 

চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি চলতি বিনিয়োগ সিদ্ধান্ত।

অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়?

অর্থায়ন সিদ্ধান্ত বলতে কোম্পানির প্রয়োজনীয় মূলধন তহবিল সংগ্রহ করার সিদ্ধান্তকে বোঝায়।

ব্যবসায়ের প্রয়োজন মালিককে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন মেয়াদ ভিত্তিক ভিন্ন ভিন্ন (যেমন: স্থায়ী মূলধন ও চলতি মূলধন) মূলধন সংগ্রহ করতে হয়। প্রয়োজন অনুযায়ী তহবিল সংগ্রহের জন্য মালিক আর্থিক ব্যবস্থাপনার কৌশল (মূলধন ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা) অবলম্বন করে অর্থায়ন সিদ্ধান্ত নেয়।