গুণ্য কাকে বলে?

যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে।

উদাহরণস্বরূপ, ধরুন আপনি ৩+৩+৩+৩+৩+৩ = ১৮ হিসাব করতে পারেন।

ঠিক একই হিসাব গুণের সাহায্যে খুব সহজে করা যায় এভাবে ৩ × ৬ = ১৮

অর্থাৎ আপনি ৬টি ৩ কে যোগ করার বদলে সহজে গুণ করে ১৮, মানে উত্তরটি পেয়েছেন।