গাঠনিক সংকেত কাকে বলে?

কোন যৌগের অণুতে তার উপাদানসমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে অর্থাৎ তার গাঠনিক অবস্থান প্রকাশের জন্য যে সংকেত ব্যবহৃত হয়, তাকে ঐ বস্তুর গাঠনিক সংকেত বলে।

অথবা,

একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।

যেমনঃ তিনটি কার্বন (C) পরমাণু আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে প্রোপেন (C3H8) অণু গঠিত হয়। যার গাঠনিক সংকেত নিচে দেখানো হলো –

পানির আণবিক সংকেত হলো H2O। পানির গাঠনিক সংকেত নিম্নরূপ –

মিথেনের আণবিক সংকেত হলো CH4। মিথেনের গাঠনিক সংকেত নিম্নরূপ-