গাছের ডালে পাখির নড়ার শব্দে কুমু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন?

দিম্মার ভয়ে গাছের ডালে পাখির নড়ার শব্দে কুমু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। কুমুর ধারণা, তার দিম্মা বুনো হাঁস, পাখি এসব পছন্দ করেন না। তাই সে আর লাটু যে বুনো পাখিটার সেবা করছে, যদি দিম্মা তা জানতে পারেন তাহলে পাখিটাকে ফেলে দেবেন। তার মনে হয়েছে, দিম্মা বলতে পারেন এসব নোংরা জিনিস ঘরে আনতে নেই। তাই পাখি নড়ে উঠলে দিম্মার ভয়ে কুমু কাঠ হয়ে যায়।

Leave a Comment