গরমের দিনে সাদা পোশাক ও শীতের দিনে কালো পোশাক আরামপ্রদ কেন?

সাদার রং তাপীয় বিকিরণের উত্তম প্রতিফলক। সাদা পোশাক সূর্যের তাপকে প্রতিফলিত করে ফিরিয়ে দেয়, তাই সাদা পোশাক সহজে উত্তপ্ত হয় না। আর কালো রং উত্তম শোষক। ফলে কালো পোশাক সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হতে পারে। 

তাই গরমের দিনে সাদা পোশাক ও শীতের দিনে কালো পোশাক আরামপ্রদ।

People’s Choice