গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কোনটি?

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইনপ্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। একজাতি, একদেশ, একনেতা, একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সবকিছু রাষ্ট্রের জন্য এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়।