খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয় কেন?

খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু মূলত যে স্থান থেকে নিক্ষেপ করা হয় সে স্থানেই আবার পতিত হয়। অর্থাৎ বস্তুটির সমস্ত সরণ উলম্ব দিকে ঘটে। কিন্তু অনুভূমিক দিকে কোনো সরণ ঘটে না। এজন্যই খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয়।