চীনা মাটি বা চায়না ক্লে
কেওলিন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি যা সিরামিক কারখানায় ব্যবহৃত হয়, তাকে চীনা মাটি বা চায়না ক্লে বলে।
চীন দেশের লোকেরা প্রথম এই মাটি ব্যবহার করতে বলে এর নাম চায়না ক্লে।
সাদা মাটির পাহাড়
বাংলাদেশের নেত্রকণা দুর্গাপুর উপজেলার বিজয়পুর, গোপালপুর অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে নয়নাভিরাম লেকের পাশে সাদা মাটির পাহাড় দেখা যায়।
ধাতু
যে সকল মৌল কঠিন ও গলিত উভয় অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে তাদের ধাতু বলে।
ধাতুর বৈশিষ্ট্য
ধাতুর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
১. ঘাতসহনীয়তা : ধাতুকে পিটিয়ে যেকোনো আকার দেয়া যায়।
২. নমনীয়তা : ধাতুকে পিটিয়ে সরু তারে পরিণত করা যায়।
৩. উজ্জ্বলতা : ধাতুর বিশেষ দ্যুতি আছে। এরা আলোক বিচ্ছুরণ করে।
৪. পরিবাহিতা : ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সু-পরিবাহী।
৫. ধাতব শব্দ : আঘাতে ধাতু টুন টুন শব্দ করে।
৬. গলনাংক ও স্ফুটনাংক : ধাতু উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট।
৭. ঘনত্ব : ধাতুসমূহের ঘনত্ব অধাতুর তুলনায় বেশি।
শিলা
বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কণার মিশ্রণ সৃষ্টি করে তাকে শিলা বলে। শিলা সবসময় এক রকম থাকে না। আবহাওয়ার সাথে সাথে অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টি, কুয়াশা, ঝড়, বায়প্রবাহ ইত্যাদির কারণে শিলা ক্ষয়প্রাপ্ত হয়।
পাললিক শিলা
সিমেন্ট জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট(CaCO3) এর ক্ষুদ্র কণাগুলোকে শক্ত করে ধরে রেখে পাথর বা শিলায় পলিণত করে। এই শিলাকে পাললিক শিলা বলে।
ম্যাগমা
মৃত সামুদ্রিক প্রবাল বা ঝিনুক শামুকের খোসা তলানিতে জমে চুনাপাথরে পরিনত হয়। কোনো কোনো শিলা ভূ-গর্ভের অনেক গভীরে থাকে। ভূ-গর্ভের উচ্চ তাপে শিলা গলে যায়। এই গলিত অবস্থাকে ম্যাগমা বলে।
আগ্নেয় শিলা
ম্যাগমা ঠান্ডা হলে পুনরায় কঠিন শিলায় পরিণত হয়। এই শিলাকে আগ্নেয় শিলা বলে। এই শিলাগুলোতে অনেক সময় মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। আবার কখনো তা কেবলই বেলে পাথর।
প্রশ্ন ব্যাংক
10.1 খনিজ সম্পদ
- খনিজ সম্পদ কি?
- ভূ-ত্বকের প্রধান প্রধান উপাদানগুলোর শতকরা পরিমাণসহ পরিমাণসহ একটি তালিকা তৈরি কর।
- শিলা কত প্রকার ও কি কি?
- আগ্নেয় শিলা বলতে কি বুঝ?
- ম্যাগমা কি?
- পাললিক শিলা বলতে কি বুঝ?
- রূপান্তরিত শিলা বলতে কি বুঝ?
- মাটির নিচে শিলার বিভিন্ন স্তর সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
- খনিজ বলতে কি বুঝ?
- আকরিক বলতে কি বুঝ?
- সকল খনিজ আকরিক নয় কিন্তু সকল আকরিক খনিজ বুঝিয়ে লিখ।
- প্রকৃতিতে খনিজ সম্পদের অবস্থান ব্যাখ্যা কর।
10.2 ধাতু নিষ্কাশন
- ধাতু নিষ্কাশন কি?
- ধাতু নিষ্কাশনের ধাপ কয়টি ও কি কি?
- ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপগুলো বর্ণনা কর।
- ধাতু নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা কর।
- তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অবিশুদ্ধ কপার বিশোধনের প্রক্রিয়া বর্ণনা কর।
- নিম্নের ধাতুগুলোর আকরিকের নাম ও সংকেত লিখঃ মার্কারি, জিংক, লেড, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম।
- ধাতু নিষ্কাশন একটি জারণ – বিজারণ প্রক্রিয়া – ব্যাখ্যা কর।
10.3 নির্বাচিত সংকর ধাতু
- সংকর ধাতু কাকে বলে?
- তাম্র যুগ কি?
- ব্রোঞ্জ যুগ কি?
- ব্রোঞ্জ কি?
- স্টেইনলেস স্টিল কাকে বলে?
- নিম্নের ধাতু সংকরগুলোর উপাদান ও সংযুক্ত এবং ব্যবহার লিখঃ স্টিল, স্টেইনলেস স্টিল, পিতল, কাঁসা, ডুরালুমিন, স্বর্ণ।
10.4 কতিপয় ধাতু এবং সংকর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ ও প্রতিকার
- লোহার মরিচার সংকেত লিখ।
- তাম্রমলের সংকেত লিখ।
- ধাতুর ক্ষয় কাকে বলে?
- লোহায় মরিচা সৃষ্টির কৌশল ব্যাখ্যা কর।
- ধাতু ক্ষয়রোধের উপায় ব্যাখ্যা কর।
- ইলেকট্রোপ্লেটিং এর কৌশল ব্যাখ্যা কর।
- গ্যালভানাইজিং কাকে বলে?
- ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ কি?
- ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ করার প্রয়োজন হয় কেন?
10.5 খনিজ অধাতু
- অধাতু কাকে বলে?
- ফ্লাশ পাইপ কি?
- সুপার হিটেড ওয়াটার কাকে বলে?
- সালফার উৎপাদনের ফ্রাশ পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
- সালফারের ব্যবহার লিখ।
- সালফার ডাই-অক্সাইড কিভাবে প্রস্তুত করা যায়?
- সালফিউরিক এসিড উৎপাদনের স্পর্শ পদ্ধতি বর্ণনা কর।
- সালফিউরিক এসিড এর ধর্ম লিখ।
- ধূমায়মান সালফিউরিক এসিড এর বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম ও সংকেত লিখ।
- সালফিউরিক এসিড এর ব্যবহার লিখ।
- সালফিউরিক এসিড এর জারণ ধর্ম ব্যাখ্যা কর।
- সালফিউরিক এসিড এর নিরুদন ধর্ম ব্যাখ্যা কর।