খতমে নবুয়ত কাকে বলে?

খাতামুন শব্দের অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। অন্যদিকে খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। এ হিসেবে খতমে নবুয়ত অর্থ নবুয়তের সিলমোহর। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবি হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবেনা। এটাই হলো খতমে নবুয়তের মূল কথা।